সন্ধেবেলার বৈশাখি / প্রথম সংখ্যা ১৪২৭


Comments

  1. দারুন ব্যাপার।বেশ ভালো হয়েছে।ছবি গুলো বিশেষ প্রশংসার যোগ্য। এগিয়ে চলুক।

    ReplyDelete
  2. সন্ধেবেলার বৈশাখি,
    এ তুমি কাদের কথা লিখেছো বন্ধু! তীব্র আশঙ্কার গুমোটে অবরুদ্ধ জিজীবিষু গণসাধারণের যাদের কথা মনে পড়েনা, তাদের কথা! কালপুরুষখচিত কালো সামিয়ানার নিচে দিয়ে লংমার্চে সামিল কিছু তরিযায়ী মানুষের কথা! যারা ইতিহাস গড়তে বা ইতিহাসের ঘাড় বাঁকিয়ে দেবার জন্য এই লংমার্চে হাঁটেনি, হেঁটেছে নিজেরাই ইতিহাস হয়ে যেতে, তাদের কথা! যারা হেঁটেছে পিতামহের পুঁতে যাওয়া উঠোনের কাঁঠালগাছটির নিচে আন্তিক বিশ্রাম নেবার জন্য, তাদের কথা! চোখ ভিজে গেল এমন ক্যাথারসিস৷ আগামীর কথা কে বলবে! তবুও তো কিছু করুণ কলম তাদের অশ্রু আর ঘাম দিয়ে লিখে রাখল তাদের কথা, ...... তাদেরই কথা৷ এটুকুও তো থাকল, থেকে গেল মহাকালের শরীরে৷

    ReplyDelete

Post a Comment